Season 1 Ep 38: Bhupen Hazarika | Eki Sure Koto Gaan | Radio Quarantine Kolkata
Manage episode 343988813 series 3256373
ভূপেন হাজারিকা - একই সুরে কত গান (পর্ব ৫)
"আঁকাবাকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই / রাজা মহারাজাদের দোলা / আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের / বিনিময়ে পথ চলে দোলা..."
ভূপেন হাজারিকার অননুকরণীয় উদাত্ত কন্ঠে দোলা বা পালকির গান একবার শুনলে আর ভোলা যায় না। ভূপেন হাজারিকা। অসমের গীতিকার, সুরকার, গায়ক, গান সংগ্রাহক, কবি। ১৯২৬ সালে তাঁর জন্ম। মাতৃভাষা অসমীয়া ভাষায় যতটা, বাংলাতেও তিনি ছিলেন, আজও আছেন, সমান জনপ্রিয়। লোকগান আর গণসঙ্গীত, উপমহাদেশের পূর্বাঞ্চলের এই দুই ধারাকে অনায়াসে মিলিয়ে দিতে পারতেন শিল্পী, গীতিকার, সুরকার ভূপেন হাজারিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তাঁর বাংলা গান গ্রাম শহরের কৃষক গেরিলাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।
জীবনের অনেক ধরনের বাঁক ঘুরে, অনেক চড়াই উৎরাই শেষে, ২০১১ সালের ৫ই নভেম্বর তাঁর মৃত্যু হয়। ব্যক্তির জীবন শেষ হয়ে গেলেও মাঠে ময়দানে, মানুষের কণ্ঠে থেকে যায় ভূপেন হাজারিকার চিরসজীব গানগুলি। সপাট প্রশ্ন ছুঁড়ে দেয় আজও - "ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক / সমষ্টি যদি, ব্যক্তিত্বরহিত / তবে শিথিল সমাজকে ভাঙো না কেন?"
আজ শিল্পীর মৃত্যুদিনে রেডিও কোয়ারেন্টাইন কলকাতায় ভূপেন হাজারিকার সুরে ও কণ্ঠে 'একই সুরে কত গান' অনুষ্ঠানের পঞ্চম পর্বের পডকাস্টটি শুনুন, অনুষ্ঠানের উপস্থাপক সুমিত গাঙ্গুলীর সাথে। এই পর্বটি রেডিও-তে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী, ৮ই সেপ্টেম্বর ২০২০ তারিখে।
#BhupenHazarika #EkiSureKotoGaan #RadioQuarantineKolkata
--
প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা
লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata
Production © Radio Quarantine Kolkata
To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata
20 epizódok