সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কি? কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়?
Manage episode 505782362 series 3242291
আপনার বিজনেস বা সার্ভিস সবার কাছে পৌঁছে দেয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকারী দিক হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারন প্রতিযোগিতার এই মার্কেটে আপনি যদি সবার সামনের সারিতে না থাকতে পারেন তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে সারা পৃথিবীতে লক্ষ কোটি টাকার ব্যবসা পরিচালিত হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন অনলাইনে কিছু করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে হবে এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে নিজের মধ্যে পরিস্কার জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে হয়েছে এই পডকাস্টে।
আপনি যদি AI দিয়ে স্মার্টলি SEO,AI Writer দিয়ে ব্লগিং, AI Image & Video Ads তৈরি, অ্যাফিলিয়েট, ফেসবুক মার্কেটিং, ইউটিউব অটোমেশন, WhatsApp CRM, কুপন বিজনেস থেকে শুরু করে ১৪টির বেশি মার্কেটিং সেক্টরে এক্সপার্ট হয়ে ইনকাম করতে চান তাহলে জয়েন করুন এই কোর্সে ➤ https://www.msbacademy.com/course/digital-marketing-masterclass/
98 epizódok